কলকাতা: করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। কিছুতেই কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
শনিবার (২৮ আগস্ট) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জারি করা নির্দেশিকা থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বিধি-নিষেধ চলাকালে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, স্বাস্থ্য পরিসেবাসহ অন্যান্য জরুরি পরিসেবার ক্ষেত্রে আগের মতোই ছাড় থাকছে। ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে কোচিং সেন্টার খোলা যাবে। তবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ বহাল থাকছে। লোকাল ট্রেন বন্ধ থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে বিধি-নিষেধ।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
ভিএস/আরবি