ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

রানওয়ের ব্যারিকেডে ধাক্কা, পাইলটের জরিমানা ৮৫ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
রানওয়ের ব্যারিকেডে ধাক্কা, পাইলটের জরিমানা ৮৫ কোটি!

রানওয়েতে নামার সময় ব্যারিকেডে ধাক্কা লাগায় এক পাইলটের ৮৫ কোটি রুপি জরিমানা করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।  

করোনা মহামারিতে সরকারের ডাকে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোভিডযোদ্ধা হিসেবে কাজ করতে এগিয়ে গিয়েছিলেন সেই পাইলট মজিদ আখতার।

 

সরকারের অভিযোগ, মজিদ এবং তার সহকারী শিব জায়সবালের গাফিলতিতে গত বছর গ্বালিয়র বিমানবন্দরে একটি বিমানের ক্ষতি হয়েছে।

সূত্রের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সরকারি ওই মালবাহী বিমানে করোনা রোগীদের ওষুধ ও সরঞ্জামের পাশাপাশি করোনা পরীক্ষার নমুনা ছিল। গত বছর গ্বালিয়র বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়েতে রাখা একটি ব্যারিকেডে ধাক্কা মারে।  

তবে পাইলট বলেছেন, রানওয়েতে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, সে সম্পর্কে অবতরণের আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে কিছু জানানো হয়নি।  

সরকার বলছে, কার্গো বিমানটি স্থায়ীভাবে অচল হয়ে গেছে। দাম ৬০ কোটি টাকা। মহামারির মধ্যে কাজ চালাতে ২৫ কোটি টাকায় বেসরকারি বিমান ভাড়া করতে হয়েছে। ফলে মোট ক্ষতি ৮৫ কোটি টাকা।  

অভিযোগ উঠেছে, ওই বিমানের বিমার মেয়াদ শেষ হয়ে গেছে। মেরামত করলেই বিমানটি সচল করা যেত। কিন্তু সে চেষ্টা করা হয়নি।

পাইলট মজিদ বলেছেন, রানওয়েতে নামার আগে কোনো ধরনের সতর্কবার্তা যে দেওয়া হয়নি, তা ব্ল্যাক বক্স পরীক্ষা করলেই জানা যাবে। কিন্তু তদন্ত কমিটি তার কথা আমলে নেয়নি।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।