ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ছেলে দেখে ফেলেছে, লজ্জায় প্রেমিকসহ মায়ের ‘আত্মহত্যা’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
ছেলে দেখে ফেলেছে, লজ্জায় প্রেমিকসহ মায়ের ‘আত্মহত্যা’!

পরকীয়া সম্পর্কে জড়ানো এক নারী ও তার প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম বাসনা পুরকাইত (৩৪)।

আর তার প্রেমিক মানস সাউ ২৯ বছরের যুবক।  

বলা হচ্ছে, প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় সৎ ছেলে দেখে ফেলায় লজ্জায় আত্মহত্যা করেছেন তারা।

ভারতের দক্ষিণ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকার বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে একতারা গ্রামের বাসিন্দা পিনাকী মণ্ডলের সঙ্গে বাসনা পুরকাইতের বিয়ে হয়। বাসনা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। পিনাকীর আগের পক্ষের একটি ছেলে রয়েছে। তবে বাসনারও আগে একবার বিয়ে হয়েছিল। সম্প্রতি কাজের প্রয়োজনে বাসনার স্বামী ও সৎ ছেলে বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে বাসনার সঙ্গে তিন বছরের ছোট প্রতিবেশী যুবক মানস সাউয়ের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ও সৎ ছেলের অনুপস্থিতিতে বাসনার সঙ্গে মানসের ঘনিষ্ঠতা বাড়ে।

শনিবার বাসনার স্বামী পিনাকী মণ্ডল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে রাতে তার বাড়িতে আসেন মানস। তার সঙ্গে আপত্তিকর অবস্থায় সৎ মা বাসনাকে দেখে ফেলে ছেলে। বিষয়টি জানাজানি হলে রাতেই নিজদের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দু’জনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।