ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

বসুন্ধরা পেপার মিলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বসুন্ধরা পেপার মিলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত বসুন্ধরা পেপার মিলসের পরিবেশক সম্মেলন/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

বসুন্ধরা পেপারের বিক্রয় বিভাগের প্রধান মাসুদুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান, ডিএমডি মোস্তাফিজুর রহমান, অ্যাকাউন্টস এবং ফিন্যান্স বিভাগের প্রধান মির্জা মোজাহিদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে সারাদেশের প্রায় আড়াইশ’ পরিবেশক অংশ নেন।

অনুষ্ঠানে বসুন্ধরা পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন লক্ষ্যমাত্র নির্ধারণ এবং সে লক্ষ্যমাত্রায় পৌঁছানো, ব্যক্তি মুনাফার চিন্তা না করে ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়াসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান পরিবেশকদের উদ্দেশ্যে বলেন, ২০১৭ সালে লক্ষ্যমাত্রা পূরণের ওপর ১ শতাংশ ইনসেনটিভ দেওয়া হবে।

এছাড়া বসুন্ধরা গ্রুপ শিগগিরই বাজারে মশার কয়েল ও ডায়াপার (প্যান্ট) নিয়ে আসছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বছরের সেরা পরিবেশকদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেপি/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।