ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

সোমবার থেকে গার্মেন্টসে ঈদের ছুটি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
সোমবার থেকে গার্মেন্টসে ঈদের ছুটি শুরু সোমবার থেকে গার্মেন্টসে ঈদের ছুটি শুরু (ফাইল ছবি)

ঢাকা: তিন দফায় সোমবার (২৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আজহার ছুটি। এ বিষয়ে সব ধরনের উদ্যোগ নিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর জেলা প্রশাসকের কার্যালয়ে কমিটির বৈঠকে গার্মেন্টস মালিকপক্ষকে ২৮ আগস্ট থেকে ছুটি দেওয়ার বিষয়ে সব ধরনের উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে মালিক, শ্রমিক, কলকারখানা পরিদর্শন অধিদফতর, র্যাব ও শিল্প পুলিশের মোট ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


 
শ্রমিকদের পক্ষ থেকে ছুটির আগে আগস্ট মাসের বেতন পরিশোধের দাবি জানানো হয়েছে বলে জানা গেছে।  
 
বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বাংলানিউজকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগেই ২৮ আগস্ট থেকে পালাক্রমে গার্মেন্টসগুলোতে ছুটির দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি মালিকপক্ষকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দিয়েছে।  

শ্রমিকরা ছুটির সময় যাতে চলতি মাসের বেতন ও বোনাস নিয়ে পান সে বিষয়ে কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ইউএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।