ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

ফের বাড়ানো হলো চামড়া শিল্পনগরী প্রকল্পের সময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ফের বাড়ানো হলো চামড়া শিল্পনগরী প্রকল্পের সময় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা

ঢাকা: চামড়া শিল্প নগরী নির্মাণের সময় আরও দুই বছর বৃদ্ধিসহ ৪ হাজার ৯৭৯ কোটি টাকা ব্যয়ে ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (৭ নভেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি শেষ হয়নি সাভারে চামড়া শিল্পনগরীর নির্মাণ কাজ। ২০০৩ সালে ‍অনুমোদন হওয়া এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০০৫ সালে। কিন্তু দফায় দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এছাড়া ব্যয়ও বেড়ে যায় অনেক। এর আগে সাতবার সময় বাড়ানো হয়েছিলো প্রকল্পটির। সর্বশেষ জুন ২০১৭ সালের মধ্যেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিলো। অথচ আবারও দুই বছর সময় বাড়িয়ে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি সম্পন্ন করার নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছে একনেক।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।