ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

জন্মাষ্টমীতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
জন্মাষ্টমীতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বন্ধ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর

বেনাপোল(যশোর): জন্মাষ্টমী উপলক্ষে সরকারি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

রোববার (০২ সেপ্টেম্বর) সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল রুটে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারা এপথে আজ কোনো পণ্য আমদানি-রফতানি করবেন না।

সোমবার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এদিন সরকারি ছুটি থাকলেও বেনাপোল ইমিগ্রেশন প্রতিদিনের মতো খোলা রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।