ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

খুলনায় বসুন্ধরা সিমেন্ট রাজমিস্ত্রি কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
খুলনায় বসুন্ধরা সিমেন্ট রাজমিস্ত্রি কর্মশালা বসুন্ধরা সিমেন্টের আয়োজনে নির্মাণশিল্পীদের কর্মশালা

খুলনা: খুলনায় বসুন্ধরা সিমেন্টের আয়োজনে নির্মাণ শিল্পে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর শের-ই-বাংলা রোডস্থ তালুকদার কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট সাউথ উইংয়ের এজিএম মো. জিয়ারুল ইসলাম।

এতে ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় সুপরিচিত রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করেন।

কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় খুলনার পুরকৌশল বিভাগের প্রধান, ইঞ্জিনিয়ার মো. মানিক সিরাজি। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্টার ইঞ্জিনিয়ার আবুল হাসান।

মেসার্স আব্দুল রাজ্জাক আজিজ প্রোপ্রাইটার মো. আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের খুলনার সিনিয়র ম্যানেজার মো. জিয়াউর রহমান, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় খুলনার সিভিল ডিপার্মেন্টের লেকচারার ওলিউল্লাহ শেখ মানিক ও বরুনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বি এম সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের এরিয়া ম্যানেজার মীর গাজ্জালী আহমেদ।

বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলো ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।