ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

গোপালগঞ্জে ৭ দিনের এসএমই পণ্যমেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
গোপালগঞ্জে ৭ দিনের এসএমই পণ্যমেলা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাত দিনের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যমেলা শুরু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ পৌরপার্কে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।

এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যমেলার উদ্বোধনমেলা কর্তৃপক্ষ জানায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় ৫০টি স্টল বসেছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে মেলা প্রাঙ্গণে। মেলার স্টলগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।