ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীনের মোবাইল গ্রাহক ১০০ কোটি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২
চীনের মোবাইল গ্রাহক ১০০ কোটি!

চীনের মোবাইল ফোনের গ্রাহক এখন ১০০ কোটি ছাড়িয়েছে। শুধু মোবাইল ফোনে নয়, ফিক্সড ফোনের সংখ্যাতেও চীন এখন শীর্ষে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে চীনে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে ২ কোটি ৭০ লাখ। চীনের শিল্প এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। গত এপ্রিলে এ সংখ্যা ছিল ৯০ কোটি ৪০ লাখ।

এদিকে দেশটির ফিক্সড ফোন লাইনের সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ। এ মুহূর্তে চীন ইন্টারনেট জনসংখ্যা এবং মোবাইল ফোন ব্যবহারকারীর হিসাবে বিশ্বের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।

চীনে ক্রমেই মোবাইল এবং স্মার্টফোনের দাম কমছে। এ ছাড়াও ভোক্তাদের পণ্যসেবার ব্যয় কমে যাওয়ায় কারণে চীনে বিপ্লব হয়ে গেছে। ডিজিটাল বিশেষজ্ঞেরা এমন কথাই জানিয়েছেন।

এ মুহূর্তে চীনে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ৪০ লাখ। এ সংখ্যা এপ্রিল নাগাদ দ্বিগুণ হবে বলে সূত্র জানিয়েছে। সুতরাং ইন্টারনেট, মোবাইল এবং স্মার্টফোন সংস্কৃতিতে চীন এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। চীনের এ সাফল্য এখন এশিয়ার জন্য মডেল হয়ে উঠছে।

বাংলাদেশ সময় ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।