ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার জুনেই আইফোন ৫!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
এবার জুনেই আইফোন ৫!

বিশ্বের অ্যাপল ভক্তরা এখন আছে আইফোন-৫ আত্মপ্রকাশের অপেক্ষায়। আইফোন-৫ নিয়ে অন্তহীন গুজব আছে।

তবে আসছে জুনেই এ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

জনপ্রিয় প্রযুক্তিমাধ্যম সিনেট সূত্র জানিয়েছে, আগামী ১১ জুনে বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) শুরু হচ্ছে। এখারে ৬ষ্ঠ প্রজন্মের আইফোন-৫ উন্মোচিত হবে প্রায় নিশ্চিত হওয়া গেছে।

এর প্রধান কারণ চীনের অন্যতম অ্যাপল পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজি গ্রুপের ১৮ হাজার কর্মীকে দেওয়া সময়সীমা। এরই মধ্যে আইফোন-৫ এর লক্ষাধিক অর্ডার জুনেই মধ্যেই শেষ করতে হবে বলে ফক্সকন তার কর্মীদের জানিয়েছেন।

এর মাধ্যমে অ্যাপল ধারাবাহিক আইফোন পণ্য প্রকাশের হারানো ছন্দ ফিরে পাবে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সূত্র আইফোন-৫ জুনে আসবে এমন তথ্যই প্রকাশ করেছে।

গত অক্টোবরে আইফোন-৫ আসার কথা থাকলেও এসেছে শুধু আইফোন ৪এস। তাই আইফোন-৫ নিয়ে ভক্তদের উৎকণ্ঠা অসীম। আর এ অপেক্ষা বোধহয় দীর্ঘ হবে না বলেই মন্তব্য করেছেন অ্যাপল পণ্য বিশ্লেষকেরা।

আইফোন-৫ এর গুণগত বৈশিষ্ট্যের মধ্যে ৪.৬ ইঞ্চির পর্দা এবং হাইডেফিনেশন রেটিনা ডিসপ্লে অন্যতম। এ মুহূর্তে আইফোন-৫ নিয়ে খুব বেশি তথ্যেও পাওয়া যায়নি।

২০০৭ সালে বিশ্ব প্রথম আইফোনের দর্শন পায় বিশ্বপ্রযুক্তির কিংবদন্তি স্টিভ জবসের হাত ধরে। এরপর এ পণ্যটি শুধুই বিশ্ব বাজিমাত করেছে একের পর এক। আজ স্টিভ নেই। তবুও আইফোন আছে স্টিভের উদ্ভাবনী স্মৃতিকে আবর্তিত করে।

বাংলাদেশ সময় ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।