ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক রিমোটেই ৬টি পণ্য

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১২
এক রিমোটেই ৬টি পণ্য

এবারে এক রিমোটেই চলবে ছয়টি পণ্য। আর এ রিমোট পাওয়া যাচ্ছে দেশেই।

এ মুহূর্তে লজিটেক ব্র্যান্ডের দুটি রিমোট কন্ট্রোল এসেছে। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

একটি নয়, দুটি নয় একসঙ্গে ন্যূনতম তিন থেকে ছয়টি ইলেকট্রনিক্স পণ্য পরিচলনায় দুটি অভিনব রিমোট কন্ট্রোল দেশি বাজারে পাওয়া যাচ্ছে।

লজিটেক রিমোট কন্ট্রোল হারমনি ৭০০ এবং ২০০ মডেলের এ দূর নিয়ন্ত্রিত পণ্য দিয়ে যেকোনো ব্র্যান্ডের টিভি, ডিভিডি, প্রোজেক্টর, রেফ্রিজারেটর এবং হোম থিয়েটার খুব সহজেই পরিচালনা করা যায়। এ দুটি রিমোট কন্ট্রোলে আছে লাইভ সাপোর্ট এবং রিচার্জ সুবিধা।

এ ছাড়া ‘হারমনি-৭০০’ মডেলে আছে সুনির্দিষ্ট প্রোগ্রাম বাটন, ওয়ান ক্লিক অ্যাকটিভেট বাটন এবং কালার স্ক্রিন। এর দাম ১২ হাজার টাকা। এদিকে ‘হারমনি-২০০’ মডেলের দাম চার হাজার টাকা। এ দুটি রিমোট কন্ট্রোলের সঙ্গেই থাকছে এক বছরের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট সুবিধা।

বাংলাদেশ সময় ২০১২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।