ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাত্র ১০ হাজার টাকার দেশীয় ল্যাপটপ

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
মাত্র ১০ হাজার টাকার দেশীয় ল্যাপটপ

আগামী ৬ মাসের মধ্যেই মাত্র ১০ হাজার টাকায় পাওয়া যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ল্যাপটপ। স্বল্পমূল্যের এ ল্যাপটপ তৈরির কাজ করছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা।

২৮ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

তিনি আরও বলেন, এ সরকার যখন ক্ষমতায় আসে তখন টেলিফোন শিল্প সংস্থা প্রায় বন্ধ হতে বসেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তা আবারও সক্রিয় হয়ে উঠে। উল্লেখ্য, গত বছর ১৯ কোটি টাকা আর্থিক লোকসান হলেও এ বছর সংস্থাটি ৫ কোটি টাকা লাভ করেছে বলে জানান টেলিযোগাযোগমন্ত্রী।

বাংলাদেশের স্থানীয় সময় ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।