ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জামার্নির কোলন শহরের ‘ফটোকিনা’ উৎসব

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
জামার্নির কোলন শহরের ‘ফটোকিনা’ উৎসব

জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয়ে গেল ক্যামেরা এবং ক্যামেরানির্ভর পণ্যের সবচেয়ে বৃহৎ প্রদর্শনী ‘ফটোকিনা’। এ প্রদর্শনীর আয়োজক ছিল কোলনমেস এবং ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন।

প্রদর্শনীর ছয় দিনেই বিশ্বের খ্যাতনামা ক্যামেরা নির্মাতা এবং পেশাদারি ফটোগ্রাফাররা প্রদর্শনী প্রাঙ্গন মাতিয়ে রাখেন।

প্রদর্শনী সূত্রে জানা গেছে, এবার ফটোকিনা উৎসবের ৩১তম আসর অনুষ্ঠিত হল। এবারের আসরে আগত দর্শক সংখ্যা ছিল এক লাখ ৮০ হাজার। যা গত আসরের চেয়ে শতকরা ৭ ভাগ বেশি। এখানে ৪৫টি দেশের এক হাজার ২৫১টি প্রতিষ্ঠান তাদের ক্যামেরাকেন্দ্রিক পণ্য প্রদর্শন করে।

প্রতিবারের মতো এবারের প্রদর্শনীতেও ডিজিটাল ক্যামেরা, ক্যামকেডর, ত্রিমাত্রিক ক্যামেরা, ক্যামেরার সঙ্গে সংশ্লিষ্ট পণ্যগুলো বিক্রি হয়। উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে প্রতি দুই বছর পর পর সেপ্টেম্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।