ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে এপিইউ প্রসেসর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সুপরিচিত এএমডি ব্রান্ডের ‘এ৬-৩৫০০’ মডেলের তৃতীয় প্রজন্মের এপিইউ (এক্সেলারেটেড প্রসেসিং ইউনিট) প্রসেসর এখন দেশে পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র এ তথ্য জানিয়েছে।



এতে প্রসেসরে আছে ২.৪ গিগাহার্টজ ৩ কোর, ৩ মেগাবাইট ক্যাশ মেমোরি, ১৮৬৬ মেগাহার্টজ বাস স্পিড, ডিরেক্ট এক্স ১১ এবং টারবো বুস্ট প্রযুক্তি।

এ মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বিল্টইন এটিআই রেডিয়ন ৬ সিরিজের ডুয়্যাল গ্রাফিকস কার্ড। ফলে গ্রাফিকস ডিজাইনার এবং গেমারদের জন্য এটি তুলনামূলক সাশ্রয়ী মূল্যের এ প্রসেসর।

এ মুহূর্তে এ প্রসেসর সমর্থনকারী মাদারবোর্ড গিগাবাইট ব্র্যান্ডের ‘জিএ-এ৫৫এম-এস২ভি’ মডেল বাজারে পাওয়া যাচ্ছে। হ্যালো: ০১৭৩০ ৩১৭৭৬৮।

বাংলাদেশ সময় ২২৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।