ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমনওয়েলথ গেমস নিয়ে মোবাইল অ্যাপলিকেশন

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
কমনওয়েলথ গেমস নিয়ে মোবাইল অ্যাপলিকেশন

আসন্ন কমনওয়েলথ গেমস সম্পর্কিত সবশেষ সংবাদ নিয়ে এরই মধ্যে ভারতে মোবাইল অ্যাপলিকেশন চালু করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে জুমি।

এ অ্যাপলিকেশনের মাধ্যমে কমনওয়েলথ গেমসের তাৎক্ষণিক সব আপডেট জানানো হবে বলে সূত্র জানিয়েছে।

এ অ্যাপলিকেশন উন্নয়ন করেছে ভারতের আহমেদাবাদের প্রতিষ্ঠান ‘স্মাইল অব ইন্ডিয়া’। সঙ্গে আরও আছে বিশ্বখ্যাত প্রোফেশনাল সার্ভিস প্রতিষ্ঠান কেপিএমজি। অ্যাপলিকেশন নির্মাতার মুখপাত্র জানান, আগের কমনওয়েলথ গেমসের ছবি এবং সংবাদ থেকে শুরু করে এবারের আসরের সবশেষ সংবাদ এ অ্যাপলিকেশনে স্থান পাবে।

উল্লেখ্য, আর কমনওয়েথ গেমসের নির্বাচিত তথ্যচিত্রগুলো অ্যাপলিকেশনে রিচ ভিজ্যুয়াল ফরম্যাটে নিবন্ধিত থাকবে। ফলে মোবাইল ফোনের ইন্টারনেটের মাধ্যমে তা সহজেই ডাউনলোড করে সংগ্রহে রাখা যাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।