ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন বিজ্ঞাপনে এওএল এর নতুন কৌশল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
অনলাইন বিজ্ঞাপনে এওএল এর নতুন কৌশল

অনলাইনভিত্তিক আধুনিক বিজ্ঞাপন প্রচারে নতুন পদ্ধতি উন্মোচল করল এওএল। এ পদ্ধতির মাধ্যমে এখন থেকে অনলাইন বিজ্ঞাপনদাতারা সহজেই মানসম্মত বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

এওএল এর শীর্ষ নির্বাহী সম্প্রতি সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানান।

এওএল এর নতুন বিজ্ঞাপন সেবার নাম ‘প্রজেক্ট ডেভিল’। এ পদ্ধতিতে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে। এ পদ্ধতিতে বিজ্ঞাপনদাতাদের স্বচ্ছ অ্যাড ফরম্যাট তৈরি করতে হবে। এছাড়াও অধিক প্রয়োজনীয় বিষয়সহ স্থানীয় সরবরাহকারীদের লোকেশন নিশ্চিত করতে হবে। নির্দেশনামূলক তথ্যগুলো দেওয়া হয় নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ইন্টারঅ্যাকটিভ অ্যাডভারটাইজিং ব্যুরোস মিক্স’ নামক বৈঠকে।

প্রজেক্ট ডেভিল হচ্ছে এওএল এ যাবৎকালের সবচেয়ে আধুনিক পদ্ধতি। ২৫ বছর আগের একটি অনলাইননির্ভর প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনতে এ পদ্ধতিকে অনেক গুরুত্বের সঙ্গেই বিবেচনা করচে এওএল। ডায়াল আপ ইন্টারনেটের ওপর নির্ভর করে এ প্রতিষ্ঠান সংবাদ এবং বিনোদনমাধ্যমে নিয়ে জনপ্রিয় হয়ে উঠতে কাজ শুরু করে। এওএল এর প্রধান নির্বাহী টিম আর্মস্ট্রং জানান, এ তো সবে শুরু মাত্র। আগামী এক অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থার পুরো চেহারাই বদলে যাবে।

উল্লেখ্য, গত এপ্রিলের পরপরই এওএল এর রাজস্ব আয় শতকরা ২৭ ভাগ কমে যায়। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক মন্দা অবস্থা থাকা সত্বেও আর্মস্ট্রং জানান, এ প্রকল্পে অর্জিত সাফল্যের মাধ্যমে হারারো আস্থা, সুনাম আর প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে সবাই আবার নতুন দিকনির্দেশনা পাবেন। ২০১১ সালের মধ্যে এ পদ্ধতির প্রচারের মাধ্যমে এওএল আবার অনলাইন বাণিজ্যে তার অবস্থান সুদৃঢ় করতে পারবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।