ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যাটেলাইটে গ্রিন হাউস দূষণ পর্যবেক্ষণ করবে ভারত

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
স্যাটেলাইটে গ্রিন হাউস দূষণ পর্যবেক্ষণ করবে ভারত

২০১২ সালে ভারত গ্রিন হাউস গ্যাস দূষণ পর্যবেক্ষণে নির্দিষ্ট স্যাটেলাইট উন্মোচন করবে। গত ২৮ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী জয়রাম রমেশ এ তথ্য প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের বনায়ন এবং তা ধ্বংসের প্রতি নজরদারি করতে ২০১৩ সালে একটি নির্দিষ্ট ফরেস্ট্রি স্যাটেলাইট উন্মোচনে উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

এ স্যাটেলাইট তৈরিতে ভারতের ব্যাঙ্গালরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্লাইমেট অ্যান্ড এনভায়ারনমেন্ট স্টাডিজ স্থাপণ করা হবে। এটি স্থাপণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে অর্থায়ন করবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগ্যানিজেশন (আইএসআরও)।

রমেশ আরও জানান, এ প্রকল্প উন্নয়নে স্থায়ীভাবে ‘ন্যাশনাল এনভায়ারনমেন্টাল প্রোটেকশন অথরিটি’ প্রতিষ্ঠা করা হবে। যারা এ প্রকল্পের ব্যয় নিয়ে কাজ করবেন। সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবেও প্রকল্পের সার্বিক দিক পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।