ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তিবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
প্রযুক্তিবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অধিকার প্রণয়নে বিষয়ভিত্তিক সংলাপমালার ২৯ সেপ্টেম্বরের আলোচনার বিষয় ছিল ‘জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার’। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সংলাপে উপস্থিত ছিলেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ। জনবান্ধব প্রশাসনের জন্য তথ্যপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারের বিকল্প নেই বলে তিনি আলোচনায় উল্লেখ করেন। সেজন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় আবেদনকারীদের অবশ্যই কমপিউটার ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞান থাকতে হবে বলে তিনি জানান।

সংলাপের খসড়া প্রস্তাবনায় ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচিত হয়। এ মুহূর্তে দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে ইমেইল এবং এসএমএস এর এ সুফল সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।