ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নোটবুকে বৈশাখী অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
নোটবুকে বৈশাখী অফার

বিখ্যাত ডেল নোটবুকে এখন চলছে বৈশাখী অফার। পুরো বৈশাখ মাসজুড়ে চলা এ অফারের আওতায় ডেল ব্রান্ডের সুনির্দিষ্ট কয়েকটি নোটবুকের সঙ্গে থাকছে বিশেষ উপহার।



এর মধ্যে আছে লজিটেক ব্রান্ডের ‘এইচ১১০’ মডেলের একটি হেডফোন। স্টক থাকা পর্যন্ত দেশজুড়ে বিস্তৃত কমপিউটার সোর্সের শাখা অফিস এবং নির্বাচিত ডিলারদের কাছ থেকে এ অফার গ্রহণ করা যাবে।

উপহার আছে এমন নোটবুকের মধ্যে আছে কোরআই থ্রি ও ফাইভ প্রসেসর চালিত ডেল ইন্সপায়রন১৪জেড, কোরআই ফাইভ ইনন্সপায়রন ৪০৫০ এবং ৫০০ ও ৭৫০ জিবি তথ্য ধারণ ক্ষমতার কোরআই সেভেন প্রসেসর যুক্ত ডেল ইন্সপায়রন এন৪১১০ মডেল।

এ ছাড়াও দ্বিতীয় প্রজন্মের এ নোটবুকগুলোর মধ্যে ইন্সপায়রন ১৪জেড কোরআই থ্রির দাম ৫৬ হাজার ৭০০ টাকা। এদিকে কোরআই ফাইভের দাম ৬৩ হাজার ৫০০টাকা, এন৪০৫ মডেলের দাম ৬২ হাজার ৮০০ টাকা এবং এন৪১১০ মডেলের দাম ৭৭ হাজার টাকা।

বাংলাদেশ সময় ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।