ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার অপরাধ প্রতিরোধে সিএসআইআরটি

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

ঢাকা : কম্পিউটার ও সাইবার অপরাধ প্রতিরোধে সহায়তা ও পরামর্শের জন্য একটি বিশেষ দল গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা সিএসআইআরটি নামের এই বিশেষ দলের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।



রোববার বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনে সরকারের পক্ষ থেকে এ সম্পর্কিত একটি এসএমএস পাঠানো হয়েছে।

বিশেষ দলটি রাষ্ট্র ও সমাজবিরোধীসহ ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারি বিভিন্ন ওয়েবসাইট শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করবে বলে সূত্র জানিয়েছে।

সিএসআইআরটি দলে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), পিএসটিএন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিরা রয়েছেন।

কম্পিউটার ও সাইবার অপরাধ বিষয়ে সহায়তা ও পরামর্শের জন্য contact@csirt.gov.bd ঠিকানায় যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময় ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

এএ
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।