ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তি শিশুদের চিন্তাশক্তি বাড়ায়

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
প্রযুক্তি শিশুদের চিন্তাশক্তি বাড়ায়

স্মার্টফোন এবং ট্যাবলেট অ্যাপ শিশুদের জন্য ক্ষতিকর বা সময় অপচয়ের বিষয় নয়। বরং অ্যাপগুলো শিশুতোষ মেধা বিকাশে সহায়ক।

এতে শিশুরা শিক্ষা ব্যবস্থায় আগ্রহী হয় এমনটা দাবি প্রযুক্তিপণ্য বা ডিজিটাল খেলনা নির্মাতাদের।

স্মার্টফোন, ট্যাবলেট এবং আইপড এ ধরনের স্পর্শক পণ্য শিশুদের আয়ত্তাধীন করার চমৎকার একটি মাধ্যম হতে পারে। ঘটনা ঠিক তাই, প্রতি সপ্তাহের নির্ধারিত সাপ্তাহিক ছুটি শিশুদের সংক্ষিপ্ত বিশ্রামকাল। এটা শিশুদের জন্য জরুরি।

কিন্তু অভিবাবকরা চিন্তিত বাচ্চাদের আচরণে। কারণ শিশুরা কতটা সময় কাটাচ্ছে পর্দার সামনে। অভিবাবকরা জানিয়েছে, আমরা সব সময় অস্থির থাকি তারা কি সময় নষ্ট করছে। সামাজিক শিক্ষাদিক্ষাকে অবজ্ঞা করছে নাকি চোখের সর্বনাশ করছে?

এদিকে এ ধারণার পাল্টা জবাবে জানানো হয়, এটা পর্দা সম্পর্কিত বিষয় নয়। এখানে কি ধরনের কাজ হচ্ছে মূলত সেটাই দেখার বিষয়। ইমিল ওভিমার নামের এ ব্যক্তি সুইডিস কোম্পানি টোকা বোকার অ্যাপলিকেশন/ ডিজিটাল খেলনা প্রডিউসার।

টোকা বোকার শিরোনামে যুক্ত আছে রোবট ল্যাব, হেয়ার সেলন অ্যান্ড টি পার্টি। এর সব কটি অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি হয়েছে। এখানে শিশুদের সম্পৃক্ততা আছে।

মি.ওভেমার আরও বলেন, কখনও কখনও এটা সামাজিক অভিজ্ঞতা সৃষ্টির মাধ্যম কারণ একে অন্যে যখন খেলে, কখনও চিন্তাশক্তিকে শাণিত করে। আবার  কোনো সময়ে সৃষ্টিশীল ভাবনায় প্রচন্ড আগ্রহ বাড়ায়। যেসব পণ্য আমাদের মাধ্যমে সরবরাহ হয়।

এ ছাড়া বিস্তর এ অ্যাপের পুরস্কারের দিকটি আরও আগ্রহ বাড়ায়। এটি সব বয়সী শিশুদের শিক্ষার্জনের উপযুক্ত মাধ্যম। অভিবাবকদের জন্য পরামর্শ হিসেবে আরও বলা হয়েছে, সব সময় শিশুদের মধ্যে আকর্ষণের লক্ষণ না খুঁজে সামঞ্জস্যতা খোঁজা উচিত।

বাংলাদেশ সময় ১৯৫৫ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।