ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পিসিতে বৈশাখী অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
পিসিতে বৈশাখী অফার

দেশি ব্রান্ডের সিএসএম ডেস্কটপ পিসিতে তিনটি উপহার ঘোষণা করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪১৯ উপলক্ষে দেওয়া এ বৈশাখী অফারে সিএসএম পদক্ষেপ, জাগরণ, অভিযান, দুর্বার এবং নক্ষত্র মডেলের সিপিইউয়ের সঙ্গে শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে।

এ উপহারে আছে একটি স্কুল ব্যাগ, ফ্যাশনেবল টিশার্ট এবং মাউস প্যাড।

সীমিত স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত ক্রেতারা ১৭ হাজার ৯০০ টাকায় সিএসএম পদক্ষেপ, ১৯ হাজার ৯০০ টাকায় সিএসএম জাগরণ এবং ২২ হাজার ৩০০ টাকায় পেন্টিয়াম ডুয়্যালকোর ৩.০ গতির প্রসেসর সমৃদ্ধ সিএসএম অভিযান পাওয়া যাচ্ছে।

এ ছাড়া ২২ হাজার ৭৫০ টাকায় সিএসএম দুর্বার এবং ইন্টল কোরআইথ্রি ৩.১ গিগাহার্টজ গতির সিএসএম নক্ষত্র পিসি কিনতে পারবেন ২৯ হাজার ৫০০ টাকায়। এগুলোর প্রতিটিতেই আছে ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক এবং ডিডিআর থ্রি র‌্যাম। হ্যালো: ০১৭১৩ ৩৬৫২০০।

বাংলাদেশ সময় ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।