ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ হাজারে ৩২০ জিবি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
৭ হাজারে ৩২০ জিবি

বিখ্যাত তোশিবা ব্র্যান্ডের ৩২০ জিবির পোর্টেবল হার্ডডিস্ক এখন দেশেই পাওয়া যাবে। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



ক্যানভায়ো সিরিজের এ হার্ডডিস্কে ডিজাইন এবং ও উচ্চগতির ২.০ ইউএসবি ইন্টারফেসের এক্সটারনাল হার্ডডিস্ক প্ল্যাগ অ্যান্ড প্লে সমর্থন করে। এতে আছে ২.৫ ইঞ্চির সাটা হার্ডডিস্ক ড্রাইভ ইন্টারফেস।

এ ছাড়াও হার্ডডিস্কের সঙ্গে ‘এনটিআই ব্যাকআপ নাউ ইজেড’ নামের একটি সফটওয়্যার অন্তর্ভুক্ত করা আছে। এটি দিয়ে ইচ্ছামতো ডাটা ব্যাকআপ, সংরক্ষণ ও সিনক্রোনাইজেশন করা সম্ভব।

এ হার্ডডিস্কে পুরো কমপিউটার অপারেটিং সিস্টেমসহ ব্যাকআপ রাখা যায়। আছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে ৩২০ জিবি পোর্টেবল এ হার্ডডিস্কের দাম ৭ হাজার টাকা। হ্যালো: ০১৮১৭ ১৪৯৩০৫।

বাংলাদেশ সময় ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।