ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯০ কোটিতে ফেসবুক!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
৯০ কোটিতে ফেসবুক!

এবারে ৯০ কোটি গ্রাহককে ছাড়িয়ে গেল ফেসবুক। সামাজিক সাইট হিসেবে ফেসবুক একের পর এক রেকর্ড গড়েছে।

পরবর্তী লক্ষ্য তাই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করা। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে গত এক বছরে স্থায়ী কর্মীরা সংখ্যা ১ হাজার ১০০ থেকে ৩ হাজার ৫৩৯ উন্নীত করেছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সম্প্রতি ফেসবুক নগদ ৩০ কোটি ডলারের বিনিময়ে ফটো শেয়ারিং ‘ইন্সট্রাগ্রাম’ কিনে নিয়েছে। ব্যবসা গতিকে নতুন মাত্রা দিতেই ফেসবুক ইন্সট্রাগ্রাম কিনেছে। অনলাইনে সামাজিক ছবির বিপণন মাধ্যমকে আরও গতিশীল করতে আর ১০০ কোটির মাইলফলক ছুঁতে ফেসবুক এখন তাই পুরোপুরি প্রস্তুত।

এ মুহূর্তে ফেসবুকের আছে ৯০ কোটি ১০ লাখ সক্রিয় গ্রাহক। প্রতিদিন ৩২০ কোটি লাইক এবং মন্তব্য বিনিময় হয়। আর প্রতিদিন ৩০ কোটি ফটো আপলোড করা হয়।

এ পর্যন্ত ফেসবুকের মাধ্যমে ১২ হাজার ৫০০ কোটি বন্ধুত্ব গড়েছে ফেসবুক। সব মিলিয়ে ফেসবুক বিশ্বপ্রযুক্তির গণমাধ্যমে ইতিবাচক নজির গড়ে তুলেছে। এমনটাই জানালেন ফেসবুক বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।