ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লন্ডন সিরিজে ব্ল্যাকবেরি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
লন্ডন সিরিজে ব্ল্যাকবেরি

এক সময়ের জনপ্রিয় করপোরেট মোবাইল নির্মাতা ব্ল্যাকবেরি। আজ প্রতিযোগিতার দাপটে অনেকটাই হারিয়ে গেছে।

তবে প্রথম স্মার্টফোন আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ডুবন্ত ব্ল্যাকবেরি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এবারে ব্ল্যাকেবেরি নির্মাতাপ্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম) পরবর্তী প্রজন্মের জন্য একেবারেই ভিন্ন ধাচের স্মার্টফোনের কথা জানিয়েছে। আর আসছে আগস্টেই দেখা মিলবে এ ফোনের এ কথা অনেকটা জোর দিয়েই বলেছে রিম।

আর বাণিজ্যিকভাবে এ ব্ল্যাকবেরি স্মার্টফোন বাজারে আসবে আগামী অক্টোবরের মধ্যভাগে। এ বছরের জানুয়ারিতেই রিম নতুন আর্বিভাবের জানান দেয়। আর সময়ে সময়ে তাতে শানও দিয়েছে রিম।

নতুন এ স্মার্টফোনের কোডনেম ‘ব্ল্যাকবেরি লন্ডন’। এ৪বিবি এ মডেলেও কোয়ার্টি কিবোডের্র উপস্থিতি থাকছে। তবে এতে সøাইডারের সুযোগও থাকবে কি না তা নিশ্চিত করা হয়নি। আর দাম নিয়েও প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আপাতত এ স্মার্টফোন নিয়ে তেমন কোনো তথ্য দিতেই নারাজ রিম। তবে আন্তর্জাতিক কোনো সম্মেলনেই ব্ল্যাকবেরি তাদের লন্ডন সিরিজের ঘোষণা দেবে। এমনটাই জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।