ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ডের যাত্রা শুরু

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ডের যাত্রা শুরু

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) উদ্যোগ ও সহযোগিতায় ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ডের পথ চলা শুরু হলো। ২ অক্টোবর সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ডের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি মাহবুব জামান। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সোয়েন্ড অলিং, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, এরই মধ্যে বাংলাদেশ আউটসোর্সিংয়ে বাণিজ্যিক সাফল্য দেখিয়েছে। ফলে এ খাতে বাংলাদেশের জন্য ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ আছে।

অনুষ্ঠানে বেসিসের পক্ষে জানানো হয়, ভারত ও চীনের পর তথ্যপ্রযুক্তি খাতে উন্নত বিশ্ব গড়তে পরবর্তী আউটসোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনা অপার। তাই এ সুযোগটি বাস্তবায়িত করতে তিনি সর্বমহলের সহযোগিতা আশা করেন।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টেকনোলজি সামিট অনুষ্ঠানে এ ব্র্যান্ডটি নিয়ে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে বেসিস এ অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এ সামিটে দেশি-বিদেশি দু`শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করবে।

যুক্তরাষ্ট্রের এ সামিটে বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।