ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা

ই-কমার্স সাইট এখনই ডটকম আন্ত:বিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতার আয়োজন করেছে। তরুন প্রজন্মকে অনলাইন ব্যবসার (ই-কমার্স) আধুনিক টুলস বা সফটওয়্যারের সঙ্গে পরিচয়, উৎসাহ এবং গুণগত চর্চায় বাংলাদেশের ই-কমার্সের উন্নয়নে এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।



২৮ এপ্রিল সন্ধ্যায় মহাখালির ব্র্যাক সেন্টারের মিলনায়তনে ‘এখনই ডটকম ডিজিটাল মাইন্ড’ শীর্ষক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করবেন।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে নর্থসাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,  সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আইবিএ) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গত ১০ এপ্রিল এ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।