ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমদামে মাইক্রোম্যাক্স সুপারফোন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
কমদামে মাইক্রোম্যাক্স সুপারফোন

মাইক্রোম্যাক্স সুপারফোনের তালিকায় যুক্ত হলো ‘এ৫০’ নিনজা মডেলের স্মার্টফোন। এটি সহ প্রতিষ্ঠানের সুপারফোনের সংখ্যা এখন পছাচ।

এটি এ ব্র্যান্ডের সবচেয়ে কমদামি ফোন।

কিন্তু এর অবিশ্বাস্য মূল্য গ্রাহকদের অস্থির করছে। কেননা ভারতীয় মূল্য হিসাবে মাত্র ৫ হাজার রুপির এ ফোনে আধুনিক সব বৈশিষ্ট্যই আছে। এ ফোনে যুক্ত অন্য সব বৈশিষ্ট্যের মধ্যে মাইক্রোম্যাক্সের সিরি সফটওয়্যারের আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স স্পিচ হ্যান্ডসেট অ্যাসিসটেন্ট (এআইএসএইচএ) সর্বোচ্চ গুরুত্ব বহন করছে। আরও আছে গুগলের অ্যানড্রইড ২.৩ সংস্করণ, মাল্টিটাচ, ৩.১ ইঞ্চি পর্দা এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

এআইএসএইচএ হচ্ছে ভয়েস শণাক্তকরণ সফটওয়্যার। এটি ফোনেই ব্লিটইন আছে। নির্মাতা সূত্র জানিয়েছে, এটা ব্যবহারকারীকে অপর প্রান্তের কন্ঠস্বর বুঝতে সাহায্য করবে। এ ছাড়াও মেসেজ, কল, সোশ্যাল নেটওয়ার্ক স্ট্যাটাস আপডেট, টুইট এমনকি আবহাওয়া সম্পর্কে শুধু ভয়েসে জানা সম্ভব।

অন্য সব ফিচারের মধ্যে থ্রিজি, জিপিএস, জি-সেন্সর, ব্লুটুথ ২.০, ইউএসবি ২.০ এবং ওয়াইফাই, ১৪০০ এমএএইচ ব্যাটারি ৪ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা আছে। এটি ১০ দিন পর্যন্ত সক্রিয় থাকে। এ ছাড়া এর মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। তবে এর বিশেষমানের আনুষঙ্গিক উপাদান যেকোনো মেমোরি কার্ড সমর্থন করে না। মাইক্রোম্যাক্সের অন্য চারটি সুপারফোন যথাক্রমে এ৮৫, এ৭৫, এ৭৩ এবং এ৭৮।

এদিকে কমদামের বিষয়টি খুব বেশি সাড়া ফেলবে বলে অনেকেরই ধারণা। তবে অন্য সব স্মার্টফোনের তুলনায় নিম্নগতির ৬৫০ মেগাহার্টজ প্রসেসর কিভাবে সুবিশাল পরিমাণের ডাটা প্রক্রিয়াসাধন করবে এ নিয়ে কিছুটা দ্বিধাও আছে। এ মুহূর্তে সাদা এবং কালো রঙে ‘এ৫০ নিনজা’ সুপারফোন পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।