ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিঙ্গটেল সেবা বাড়াচ্ছে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
সিঙ্গটেল সেবা বাড়াচ্ছে

দক্ষিণ এশিয়ায় মোবাইল অপারেটর হিসেবে ‘সিঙ্গটেল’ দারুণ জনপ্রিয়। ২০১৪ সালের মধ্যে ভারতে নিজেদের নেটওয়ার্ককে আরও সুবিস্তৃত করতে লোকবল দ্বিগুণ করবে এ সেবাদাতা।

সিঙ্গটেল গ্লোবাল (ইন্ডিয়া) সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে সিঙ্গটেল ভারতের জয়পুর এবং চণ্ডিগড়ে তাদের শাখা বিস্তৃত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ দুটি প্রাদেশিক শহরে সিঙ্গটেল পয়েন্ট অব প্রেজেন্স (পপ) সেবাকেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাপী সিঙ্গটেল নেটওয়ার্কের চাহিদা বেড়েছে।

সিঙ্গটেল গ্লোবাল ভারতের ব্যবস্থাপনা পরিচালক অরুণ দাগার জানান, বিশ্ব নেটওয়ার্ক ব্যবস্থাপনায় সিঙ্গটেল এখন দারুণ অবস্থানে। আর এ চাহিদাকে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিতে সিঙ্গটেল বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে।

এ মুহূর্তে সিঙ্গটেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গটেল ভারতে ৫০ জন কর্মীকে নিয়োগ দিয়েছে। ভারতে সিঙ্গটেল আন্তঃসাগরীয় নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। এ ছাড়াও আন্তঃদেশীয় নেটওয়ার্ক সেবা দিতেও এ মাধ্যমটি কাজ করছে।

এরই মধ্যে সিঙ্গটেল ভারতের জয়পুর, আহমেদাবাদ এবং চন্ডিগড়ে ‘পপ’ সেবাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। এ প্রাদেশিক দেশগুলোতে সিঙ্গটেল তাদের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ব্যবসায় নতুর বিনিয়োগ নিশ্চিত করবে। এমনটাই বলছেন সিঙ্গটেল ভারতের ব্যবস্থাপনা পরিচালক অরুণ দাগার।

ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স এবং ন্যাশনাল লং ডিসটেন্স এ দু নেটওয়ার্কের মাধ্যমে ভারতজুড়ে সিঙ্গটেল নেটওয়ার্ক সেবা দিয়ে যাচ্ছে। এ মুহূর্তে ভারতি এয়ারটেলের ৩২.৩ ভাগ শেয়ারের মালিক সিঙ্গটেল।

বাংলাদেশ সময় ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।