ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহারে কিভাবে আরও বেশি সেবা নিশ্চিত করা যায়। এ বিষয়ে তথ্যপ্রযুক্তিবিদ এবং ডাক্তারদের সরাসরি অংশগ্রহণে আগামী ৩ মে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।



৩ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. ইসমাঈল খান। এ ছাড়াও কিনোট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডা. সৈয়দ আকতার হোসেন। এ উদ্যোগের আয়োজক সেমস। আর সার্বিক সহযোগিতায় ডক্টরস বিডি ডটকম দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময় ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।