ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপিআইটিতে নতুন সিইও

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ২, ২০১২
জিপিআইটিতে নতুন সিইও

গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান জিপিআইটির নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান শামসী। ২০১২ সালের ১ মে থেকে তিনি এ দায়িত্ব নিয়েছেন।

জিপিআইটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সাবেক সিইও পিটার ডিনডিয়ালকে টেলিনর গ্রুপে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর পিটার ডিনডিয়ালের জায়গায় দায়িত্ব দেওয়া হলো রায়হান শামসীকে।

রায়হান শামসী গ্রামীণফোনে উপনির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) এবং সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়াও দীর্ঘদিন ধরে তিনি গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, মে ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।