ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট গতির শীর্ষে দ. কোরিয়া

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ৭, ২০১২
ইন্টারনেট গতির শীর্ষে দ. কোরিয়া

বিশ্বজুড়ে বাড়ছে ইন্টারনেটের চাহিদা। এ তালিকায় এশিয়ার দেশগুলো আছে সবচেয়ে এগিয়ে।

ইন্টারনেট গতির হিসাবে সবশেষ তালিকায় শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কে প্রকাশিত তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ২৪তম। স্টেট অব দ্য ইন্টারনেটের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ায় ইন্টারনেটের গড় গতি ৪.৯ এমবিপিএস। আর ইউরোপের কেন্দ্রীয় শহরগুলোতে এ গতি ৫.২ এমবিপিএস পর্যন্ত।

এ মুহূর্তে বিশ্বের মোট তালিকাভুক্ত আইপি সংখ্যা ৬২ কোটি ৮০ লাখ। আর এ আইপি সংগ্রহ করা হয়েছে বিশ্বের ২৩৬টি দেশের তালিকা থেকে। এর মধ্যে দ্রুতগতির ইন্টারনেট গতির তালিকায় এশিয়াভুক্ত দেশগুলোর সংখ্যাই বেশি।

ইন্টারনেট গতির হিসাবে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক। এ তালিকায় দক্ষিণ কোরিয়া আছে সবার শীর্ষে। এখানে গড়ে ১৭.৫ এমবিপিএস গতির ইন্টারনেট পাওয়া যাবে।

এর পরই গতির হিসাবে আছে নেদারল্যান্ডস (দ্বিতীয়), জাপান (তৃতীয়), হংকং (চতুর্থ), বেলজিয়াম (পঞ্চম), সুইজারল্যান্ড (ষষ্ঠ), লাটভিয়া (সপ্তম), রুমানিয়া (অষ্টম), চেক রিপাবলিক (নবম) এবং দশম অবস্থানে আছে ডেনমার্ক। এ তালিকায় যুক্তরাষ্ট্র আছে ১২তম অবস্থানে।

এ প্রতিবেদনে আরও প্রকাশ, এ মুহূর্তে বিশ্বের আইপির হিসাবে গড় ইন্টারনেট গতি ২.৩ এমবিপিএস। এটি গত ত্রৈমাসিকের চেয়ে ১৪ ভাগ কমেছে। এদিকে অস্ট্রেলিয়ার ইন্টারনেট গতি বেড়েছে ৩৭ ভাগ।

অন্যদিকে বিশ্বের সাইবার আক্রমণের খতিয়ানে শীর্ষ দেশ হচ্ছে চীন। এর পরই আছে যুক্তরাষ্ট্র আর ইন্দোনেশিয়ার অবস্থান। সব মিলিয়ে ইন্টারনেট ক্রমেই তার বিস্তৃতি ছড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশ সময় ২১৫১ ঘণ্টা, মে ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।