ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১২ হাজার ব্লুরে রাইটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ১২, ২০১২

আসুস ব্র্যান্ডের ‘বিডব্লিউ-১২বি১এলটি’ মডেলের ইন্টারনাল ব্লুরে রাইটার এখন দেশেই পাওয়া যাচ্ছে। এটি দ্রুতগতি সম্পন্ন ব্লুরে রাইটার।



এটি ১২এক্স গতিতে ব্লুরে ডিস্কে রাইট করতে পারে। এ ছাড়াও ৮এক্স গতিতে ব্লুরে ডিস্ক রিড করতে পারে। এটি প্রচলিত সব ডিস্ক ফরম্যাটে ডেটা রিড, রাইট এবং রিরাইট করতে পারে।

সাটা ইন্টারফেসের এ ব্লুরে রাইটারটি দ্রুত এবং উন্নতমানের ডেটা রাইট নিশ্চিত করে। এতে আছে ওটিএস (অপটিমাল টিউনিং স্ট্র্যাটেজি। এটি অত্যাধুনিক ব্লুরে থ্রিডি টেকনোলজি সমর্থন করে।

আরও আছে ম্যাজিক সিনেমা প্রযুক্তি। এ ছাড়া এর ডিস্ক এনক্রিপশন ফিচারে পাসওয়ার্ড দিয়ে অননুমোদিত ব্যক্তি থেকে ডিস্কের তথ্যকে সুরক্ষিত রাখা সম্ভব। এ মুহূর্তে ব্লুরে রাইটারের দাম ১২ হাজার টাকা। হ্যালো: ০১৭১৩ ২৫৭৯৩৮, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২১৪৮ ঘণ্টা, মে ১২, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।