ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ক্যাসপারস্কি ট্যাব সিকিউরিটি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ১৩, ২০১২
দেশে ক্যাসপারস্কি ট্যাব সিকিউরিটি

এবারে বাংলাদেশে ট্যাবলেট সিকিউরিটি অবমুক্ত করেছে ক্যাসপারস্কি। বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস ঢাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সূত্র এ তথ্য জানিয়েছে।

ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার পরিচালক জগন্নাথ পাটনায়েক প্রধান অতিথি হিসেবে এ সংস্করণ অবমুক্ত করেন। দেশের নির্বাচিত চ্যানেল সহযোগীরা এতে অংশগ্রহণ করেন। অফিসএক্সট্র্যাক্টসের সিইও প্রবীর সরকারও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি সফটওয়্যার অ্যানড্রইড অপারেটিং সিস্টেম পরিচালিত ট্যাবলেট পিসির মেলওয়্যার প্রতিরোধে উদ্ভাবিত সর্বশেষ সংস্করণ। এটি অ্যানড্রইড ২.২ এবং পরবর্তী সংস্করণের জন্য কার্যকর। অ্যানড্রইডভিত্তিক ট্যাবলেট পিসির উচ্চমাত্রার নিরাপত্তার উদ্দেশ্য এ অ্যান্টিভাইরাস কার্যকর।

বাংলাদেশ সময় ১৯১১ ঘণ্টা, মে ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।