ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৯ হাজারে হাইব্রিড ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ২৬, ২০১২
৪৯ হাজারে হাইব্রিড ল্যাপটপ

এইচপি ব্রান্ডের ‘প্যাভিলিয়ন জি৪-২০০৫ এএক্স’ মডেলের নতুন ল্যাপটপ দেশে এসেছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এএমডি ব্রান্ডের হাইব্রিড ট্রিনিডি প্রসেসরের এ ল্যাপটপে আছে ৪ গিগাবাইট র‌্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, রেডিয়ন হাই ডেফিনিশন ৭৫২০জি মডেলের গ্রাফিকস কার্ড, সুপার মাল্টি ডিভিডি বার্নার, ডায়াগোনাল ডিসপ্লে এবং ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক কার্ড।

এ ল্যাপটপে ব্যবহৃত প্রসেসরে এএমডি এপিইউ এবং বুল্ডোজারের সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উচ্চমানের গ্রাফিকস কার্ড থাকায় এ ল্যাপটপ গ্রাফিকস ডিজাইনের কাজে বাড়তি সুবিধা নিশ্চিত করে।

বিশ্ববাজারে গত ১৫ মে এ ল্যাপটপের আন্তর্জাতিক বিপণন শুরু হয়। এ মুহূর্তে গ্লিটার্স ব্ল্যাক রঙয়ের এ ল্যাপটপের দাম ৪৯ হাজার টাকা। হ্যালো: ০১৭৩০ ৭০১৯১০।

বাংলাদেশ সময় ২১০৭ ঘণ্টা, মে ২৬, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।