ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাঙামাটিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ২৪, ২০২৩
রাঙামাটিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

রাঙামাটি: রাঙামাটিতে শুরু হয়েছে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা।  

বুধবার (২৪ মে) সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম কক্ষে মেলার পাশাপাশি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডও অনুষ্ঠিত হয়।

দুদিনের এ আয়োজন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, সহকারী কমিশনার আওয়ালীন খালেক ও দ্বীন আল জান্নাতসহ অনেকে।

মেলায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা ‘প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবনধার’, ‘বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত শহর’,  ‘সোলার এবং উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন’, ‘বিদ্যুৎ সংকটে বিদ্যুৎ তৈরির উৎস’, ‘বায়ু সেচ প্রকল্পসহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। মেলায় বসেছে ৩০টি স্টল। ২৫ মে মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।