ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিআরসিতে ‘ভাস গাইডলাইন’ প্রস্তাব

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ১৯, ২০১২

একটি বেসিস প্রতিনিধিদল মাহবুব জামানের নেতৃত্বে ‘ভাস লাইসেন্সিং গাইডলাইন’ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাহিম মাশরুর ও মহাসচিব ফোরকান বিন কাশেম উপস্থিত ছিলেন।

সম্প্রতি বেসিস প্রতিনিধিরা প্রকাশিত খসড়া ভাস (ভ্যালু অ্যাডেড সার্ভিস) লাইসেন্সিং গাইডলাইন বিষয়ে আলোচনা করেন।

এ গাইডলাইনটি স্থানীয় সফটওয়্যার ও আইটিইএস প্রতিষ্ঠানের জন্য সহায়ক হবে বলে বেসিস নেতারা জানান। এ নীতি বাস্তবায়ন হলে স্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হবে।

এর সঙ্গে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন ভাস সেবা প্রবর্তনে উৎসাহিত হবে। বেসিস নেতারা হাসানুল হক ইনুকে ভাস লাইসেন্সিং গাইডলাইন অবিলম্বে বাস্তবায়নের অনুরোধ জানান। এ গাইডলাইনের বিষয়ে বেসিসের লিখিত মতামতও তাকে হস্তান্তর করেন। এরই মধ্যে বিটিআরসিতে এ গাইডলাইন জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, মে ১৯, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।