ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সপ্তম বর্ষে ইউটিউব

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ২২, ২০১২
সপ্তম বর্ষে ইউটিউব

সপ্তম বর্ষে পা রাখল জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ‘ইউটিউব’। নব্য ধারণার ভিডিও সেবা নিয়ে শুরু থেকেই অনলাইন শেয়ারিংয়ে ইউটিউব দারুণ জনপ্রিয় হয়ে উঠে।

এখন ইউটিউবে প্রতিদিন ৮০ কোটি ভক্ত ভিডিও উপভোগ করে।

এ মুহূর্তে প্রতি মিনিটে ৭২ ঘণ্টার ভিডিও আপলোড হয় ইউটিউবে। গুগলের মালিকানাধীন ইউটিউব ভবিষ্যতেও তাদের জয়যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

২০০৬ সালে গুগল তাদের জনপ্রিয় সেবা বাড়াতে ইউটিউবকে কিনে নেয়। এ জন্য গুগলকে ১৬৫ কোটি ডলার ব্যয় করতে হয়। ইউটিউবের সবচেয়ে সাড়া জাগানো ভিডিও হচ্ছে ‘রয়েল ওয়েডিং’ অনুষ্ঠান।

এ সময়ের হিসাবে প্রতিমাসে ৩০০ কোটি ঘণ্টা ভিডিও উপভোগ করছে বিশ্বের বিনোদনপ্রেমীরা। আর এ জন্য একমাত্র গণমাধ্যম হচ্ছে ইউটিউব। এ অর্জন এটাই প্রমাণ করে ইউটিউব সঠিক পথেই এগোচ্ছে।

বাংলাদেশ সময় ১৬৫৩ ঘণ্টা, মে ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।