ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপের শীর্ষে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ২২, ২০১২
অ্যাপের শীর্ষে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এটি একটি বিনামূল্যের আইফোন অ্যাপলিকেশন। এ মুহূর্তের প্রকাশিত টপ চার্টের শীর্ষে এটি অবস্থান করছে।

এ ছাড়াও চার্টের বিনামূল্যের আইফোন অ্যাপসে পরপর ৯ টি অ্যাপস রয়েছে।

চার্টের সেরা কিছু অ্যাপসের প্রধান সুবিধা তুলে ধরা হল-

নেতৃত্বে থাকা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ব্যবহারকারীরা বিনামূল্যে বার্তা বিনিময়ের সুযোগ পায় মূল্য পরিশোধ ছাড়াই। দিতীয় স্থানে থাকা প্যানডেমিক ২.৫, এই গেম ব্যবহারকারীদের মধ্যে যে বিষয়টা লক্ষ্যমান সেটি হচ্ছে সারা বিশ্বে গেমটি ভাইরাসের মত ছড়িয়ে দেওয়ার উত্তেজনা।

চার্টের তৃতীয় স্থানে আছে আইফোন পেইডের রোভিও’র অ্যাংরি বার্ডস স্পেস, অধিক কৌশল এবং বুদ্ধি খাটানোর এ গেমটি অ্যাংরি বার্ডস সিরিজের একটি সফল গেম। যা গেমারদের বিনোদনের পাশাপাশি মেধা ঝালাইয়ে সহায়ক।
উল্লেখ্য, যুক্তরাজ্যের অ্যাপলের অফিসিয়াল মাধ্যমের চার্টের ভিত্তিতে এই প্রকাশ ।

আরও আছে ক্রীড়ামূলক অ্যাপস, বিস্কাইবি’র স্পোর্টস নিউজ আ্যাপ যেটি ক্রীড়া ভক্তদের রাখে বিশ্ব অঙ্গনের খেলার নিত্য নতুন চাঙ্গা খবরের মধ্যে।

এছাড়া সেহাই এর সেহাই ট্রান্সলেট আ্যপস যেটি পেইড-আইপ্যাডের শীর্ষে রয়েছে। এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করে, এছাড়া ফ্রি আইপ্যাড চার্টের শীর্ষ স্থানটি দখলে নিয়েছে ব্যাটারি অ্যাসিড গেমসের রেসিং গেম হাইওয়ে রাইডার।

এবারে ক্যাটাগরি অনুযায়ী শীর্ষ স্থানে থাকা অ্যাপসগুলির তালিকা উপস্থাপন করা হল
অ্যাপলের আইফোন পেইড অ্যাপস

-হোয়াটসঅ্যাপ এর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার
-ডার্ক রিয়েলম স্টুডিও এর প্যানডেমিক ২.৫
-রোভিও মোবাইলের অ্যাংরি বার্ডস স্পেস
-সেহাই এর সেহাই ট্রান্সলেট
-কাট দ্যা রোপ এটি চিলিনগো প্রকাশিত
-ড্র সা্মথিং বাই ওএমজিপপ যেটি ওএমজিপপ এর
-ফ্রি মিউজিক ডাউনলোড প্রো এটি বিএসওসফট এর
-টানি বার্নসের হসপিটাল ফ্রেঞ্জি
-রনি সুলিভান এর স্নুকার-পি১ স্পোর্টস এবং
-স্কবলার জিএমবিএইচ এর জিপিএস নেভিগেশন ২

আইফোন ফ্রি অ্যাপস

-বিস্কাইবি এর আইফোন স্কাই স্পোর্টস নিউজ
-টবি অ্যাপসের ১০০ ফ্লোরস
-এটিকোডি এর লগোস কুইজ গেম
-ব্যাটারি এসিড গেমসের হাইওয়ে রাইডার
-প্যানাল্টি সকার ২০১২ বেকুম্যানসের
-রোপ ‘এন’ ফ্লাই ৩ এটি রবার্ট জেলানির
-পকেট উইপ এটি অ্যাপ সিটির
-পাজলার মিডিয়ার পাজেলার ওয়ার্ডসার্চ
-সোশ্যালক্যাম ভিডিও ক্যামেরা এটি জাস্টিন.টিভির সবশেষ
-বার্বনের ইন্সটাগাম

আইপ্যাড পেইডের তালিকার প্রথমে আছে,

-সেহাই ট্রান্সলেট, এরপর
-ওয়ার্নার ব্রসের লিগো হ্যারি পটার
-লোফপি এর আর্ট সেট
-ওয়ার্নার ব্রসের ব্যাটম্যান আর্কহাম সিটি লকডাউন
-রবেরি বব এটি চিলিনগোর
-পেজেস আ্যাপলের
- ৭ নাম্বারে আছে ডিফায়েন্ট ডেভেলপমেন্টের স্কাইসাফারি এবং গেমলফ্টের সার্ক ড্যাস
-অ্যাংরি বার্ডস স্পেস এইচডি, রোভিও মোবাইল
-ওয়ার্নার ব্রসের লিগো হ্যারি পটার এবং
১-আ্যাপলের আইফটো

আইপ্যাড ফ্রি এর টপ অ্যাপস

-ব্যাটারি এসিড গেমের হাইওয়ে রাইডার
- দিতীয়তে রবার্ট জেলানির রোপ ‘এন’ ফ্লাই ৩ এবং স্কিল গেম এটি গুডস অ্যাপ ইউজির
-লগোস কুইজ গেম, এটিকোডি
-প্যানাল্টি সকার ২০১২ এটি বেকুম্যানসের
-মাইবোলিং ৩ডি, আইওয়ার ডিজাইনস
-ইবে ফর আইপ্যাড এটি ইবের
-স্কাইপি ফর আইপ্যাড এটি স্কাইপি সফটোয়্যার এস.এ.আর.এল
- বিবিসি আইপ্লেয়ার, মিডিয়া আ্যাপলিকেশনস টেকনোলাজিস
-টবি আ্যাপসএর হিডেন আবজেক্টস সবশেষে অবস্থান করছে
-লিঙ্কডইন এটি লিঙ্কডইন করপোরেশনের

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, ২২ মে, ২০১২
সম্পাদনা: এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।