ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন আদলে উইন্ডোজ-৮

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ২২, ২০১২
নতুন আদলে উইন্ডোজ-৮

মাইক্রোসফট পরবর্তী অপারেটিং উইন্ডোজ-৮ আসন্ন। তবে নতুন কিছু সেবা সংযোজন নিয়ে মাইক্রোসফট উইন্ডোজ-৮ সংস্করণকে পুনর্জন্ম (রিবার্থ) করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার উইন্ডোজ-৮ এর পুনর্জন্মের কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠানের এ যাবৎকালের সবচেয়ে বড় এবং চমকপ্রদ উদ্ভাবনা এটি। সিউলে অনুষ্ঠিত ডিজিটাল ফোরামে এ কথাগুলো নিজমুখেই বলেন বলমার।

আগামী জুনে ‘উইন্ডোজ-৮’ এর প্রিভিউ সংস্করণ বাজারে ছাড়বে মাইক্রোসফট। এ সংস্করণের মাধ্যমে উইন্ডোজ ভক্তরা ভার্চুয়াল স্টোর এবং পার্সোনাল ডাটা শেয়ার করতে পারবেন।

এ জন্য মাইক্রোসফটের ‘স্কাইড্রাইভ’ ক্লাউড কমপিউটিংয়ে সহায়তা দেবে। এ মুহূর্তে মাইক্রোসফটের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অ্যাপল এ ধরনের ক্লাউড সেবা দিচ্ছে।

বাংলাদেশ সময় ২২২৫ ঘণ্টা, মে ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।