ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার ইস্যুতে আইটিইউ-ক্যাসপারস্কি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৩, ২০১২
সাইবার ইস্যুতে আইটিইউ-ক্যাসপারস্কি

আইটিইউ-বিশ্বে দ্রুত অগ্রসরমান আইটি সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এবং জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) চুক্তি সই করেছে।

এ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী যৌথভাবে প্রণয়নে এ সহযোগিতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইটিইউ টেলিকম ২০১২ আসরে সাইবার সিকিউরিটির মুখ্য উপদান সম্বলিত এ কার্যপ্রণালীর ওপর বিস্তারিত আলোচনা করা হবে।

আইটিইউ এবং ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল পার্টনারশিপ অ্যাগেইনস্ট সাইবার থ্রেটসের (ইমপ্যাক্ট) সঙ্গে ক্যাসপারস্কি ল্যাবের সম্পর্ক দীর্ঘদিনের। সঙ্গত কারণে টেলিকম বিষয়ক এ শীর্ষ সম্মেলনে সাইবার সিকিউরিটির ওপর উচ্চপর্যায়ের আলোচনার আবহ তৈরি হবে।

এ আলোচনায় সমন্বিত সাইবার আক্রমণ থেকে সৃষ্ট ঝুঁকি হ্রাসের বিষয়গুলো উঠে আসবে। এ ছাড়াও সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাবের সিইও ইউজিন ক্যাসপারস্কি এ মুহূর্তে বিশ্বের সাইবার হুমকির গতি-প্রকৃতি চিহ্নিত করে তথ্যচিত্র উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, মে ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।