ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ২৭, ২০১২
ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন

রিসার্চ ইন মোশন (রিম) ভারতে নতুন কার্ভ ‘৯৩২০’ মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে। এ স্মার্টফোনের পর্দা ২.৪ ইঞ্চি।

এখানে ৩২০ বাই ২৪০ পিক্সেলের সমন্বয় করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে ব্ল্যাকবেরির ৭.১ সংস্করণ।

নির্মাতাপ্রতিষ্ঠানের বিবরণ অনুযায়ী, স্মার্টফোনে যুক্ত ফিচারগুলোর মধ্যে প্রধান লক্ষণীয় বিষয় নির্দিষ্ট করে দেওয়া ব্ল্যাকবেরি মেসেঞ্জার এবং দীর্ঘ স্থায়ীত্বের ব্যাটারি। এ ছাড়া পণ্যটিতে যুক্ত কোয়ার্টি কিবোর্ড ব্ল্যাকবেরির সেরা মানের পণ্য।

অন্য সব ফিচারের মধ্যে আছে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি পোর্ট, জিপিএস এবং এফএম রেডিও। এর মুল ক্যামেরা ৩.১ এমপি এবং সম্মুখে আছে ভিজিএ ক্যামেরা। এ ছাড়া মেমোরি বাড়াতে আছে মাইক্রোএসডি কার্ড স্লট এবং ১৪৫০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।

সামাজিক যোগাযোগের সুবিধার্থে ফেসবুক ও টুইটার অ্যাপস আগে নির্ধারণ করে দেওয়া হয়। ফলে এ পণ্য ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমেরও অভিজ্ঞতা পাবে।

নতুন পণ্যটির মাধ্যমে তরুনদের মাঝে ব্যাপক সাড়া জাগানোর প্রত্যাশা করছে নির্মাতাপ্রতিষ্ঠান। এ মুহূর্তে ১৬ হাজার রুপিতে ভারতের সর্বত্রে পাওয়া যাচ্ছে নতুন এ কার্ভ ৯৩২০ স্মার্টফোন।

বাংলাদেশ সময় ১৬০৫ ঘন্টা, মে ২৭, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।