ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন ম্যাগাজিন ‘ওয়ার্ল্ড আইটি’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ২, ২০১২
নতুন ম্যাগাজিন ‘ওয়ার্ল্ড আইটি’

তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির নানা খবর, বিশ্লেষণ, অভিমত পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে ২ জুন বাজারে এসেছে তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন মাসিক ম্যাগাজিন ‘মাসিক ওয়ার্ল্ড আইটি’।

ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রকাশিত ম্যাগাজিনটি সম্পাদনা করছেন সোহরাব হোসেন শুভ।

নতুন আইটি ম্যাগাজিনের আত্মপ্রকাশ উপলক্ষে ২ জুন ঢাকায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট গোলাপ মুনীর। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাসিক ওয়ার্ল্ড আইটির সম্পাদক সোহরাব হোসেন শুভ।

এ মাসিক ম্যাগাজিনের সম্পাদক সোহরাব হোসেন বলেন, তৃণমূলে তথ্যপ্রযুক্তির বার্তা পৌঁছে দিতে এ প্রকাশনা কাজ করবে। এজন্য এ প্রকাশনা একেবারে গ্রাম পর্যায়ের খবর তুলে ধরবে। ফলে গ্রামাঞ্চলের মানুষরা তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।

এ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তথ্যপ্রযুক্তিকে তৃণমূলে নিয়ে যাওয়া সার্বিক উন্নয়নের জন্য জরুরি। এ কাজটি বাস্তবায়ন করতে পারলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। শুধু শহরকেন্দ্রিক না হয়ে তথ্যপ্রযুক্তি সেবা ছড়িয়ে দিতে হবে সারা দেশব্যাপী।

বাংলাদেশ সময় ১৯২০ ঘণ্টা, জুন ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।