ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫৪ হাজারে লাইফবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ৪, ২০১২
৫৪ হাজারে লাইফবুক

জাপানি ফুজিৎসু ব্রান্ডের নতুন লাইফবুক এসেছে দেশের বাজারে। মূল পর্দা ১৩.৩ ইঞ্চি।

এ ব্র্যান্ডের দেশি বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

‘বিএইচ৫৩১’ মডেলের ‘বি’ সিরিজের সাইনি ব্ল্যাক রঙের এ লাইফবুকে আছে দ্বিতীয় প্রজন্মের কোরআইথ্রি (২৩১০এম) প্রসেসর, এনভিডিয়া জিফোর্স৪১০এম এক জিবি ডেডিকেটেড গ্রাফিকস ২জিবি ডিডিআর থ্রি র‌্যাম এবং ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক।

এ লাইফবুকের ওজন তুলনামূলক কম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। গিগাবিট ল্যান এবং ওয়াইফাই সুবিধা ছাড়াও গেম খেলার উপযোগী এ লাইফবুকে আছে ৮৪ কি সম্পন্ন পানিরোধক কিবোর্ড, এক্সপ্রেস কার্ড স্লট, এইচডিএমআই পোর্ট এবং একটি ই-সাটা কম্বো ছাড়াও মোট ৩টি ২.০ ইউএসবি পোর্ট।

আর লাইফবুকের নিরপত্তায় আছে বায়োস, হার্ডডিস্ক এবং অ্যান্টিথেফট লক। সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। উপহার থাকছে ফুজিৎসু ক্যারি কেস। এ মুহূর্তে দাম ৫৪ হজার ৫০০টাকা। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।

বাংলাদেশ সময় ২১০৫ ঘণ্টা, জুন ৩, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।