ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ সফরে রিকোর শীর্ষ কর্মকর্তা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ৯, ২০১২
বাংলাদেশ সফরে রিকোর শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার পরিদর্শন করলেন বিখ্যাত ফটোকপিয়ার এবং ডিজিটাল প্রিন্টিং সলিউশনসের জাপানি ব্র্যান্ড রিকোর তিন শীর্ষ কর্মকর্তা।

২০১১ সালে স্মার্ট টেকনোলজিস বিডি এশিয়া প্যাসিফিক অঞ্চলে রিকো ব্রান্ডের সেরা বিপণনকারী নির্বাচিত হওয়ায় ৩ দিনের সফরে বাংলাদেশ সফরে এসেছেন তিন শীর্ষ প্রতিনিধি।



এ সফরে আছেন রিকো স্ট্র্যাটেজিক মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক বেন বি ডব্লিউ চং, ব্যবস্থাপক ক্রিস থাম এবং শীর্ষ নির্বাহী জোয়েল লিন। এ সময় তারা স্মার্ট টেকনোলজিসের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি মাজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে দেখা করেন।

এ সময় বাংলাদেশের বাজারে রিকো ব্রান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের ফটোকপিয়ার বাজারে ‘মার্কেট লিডার’ হতে কাজ করছে রিকো। মার্কেট পরিদর্শনের পর এমনটাই প্রত্যাশা করেছেন রিকো প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, জুন ৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।