ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে গ্যালাক্সি এসথ্রি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ৯, ২০১২
দেশে গ্যালাক্সি এসথ্রি

বাংলাদেশের বাজারে স্যামসাং মোবাইল কিছু দিনের মধ্যেই নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এসথ্রি। এ মুহূর্তে সর্বাধুনিক অপারেটিং অ্যানড্রইডের ‘আইসক্রিম স্যান্ডউইচ’ সংস্করণের এ হ্যান্ডসেট বিশ্বের সবচেয়ে অভিনব হ্যান্ডসেট হিসেবে দৃষ্টিআকর্ষণ করেছে।



এরই মধ্যে স্যামসাং গ্যালাক্সি এসথ্রির জন্য বিশ্বের ৯০ লাখেরও বেশি প্রিবুকিং অর্ডার জমা পড়েছে। এ উন্মাদনায় বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই। বাংলাদেশেও প্রিবুকিং নেওয়া শুরু হয়েছে। প্রথম তিন দিনে ৩০০ টিরও বেশি প্রিবুকিং আবেদন জমা পড়েছে।

প্রিবুকিংয়ের জন্য আগ্রহীদের ফেসবুকে স্যামসাং মোবাইল বাংলাদেশ ফ্যান পেজে যেতে হবে। এ ছাড়াও নির্ধারিত দুটি স্যামসাং ব্র্যান্ড শপে সরাসরি ঘুরে আসা যাবে। নির্ধারিত ব্র্যান্ড শপ দুটির একটি ঢাকার বসুন্ধরা সিটির লেভেল-৬। অন্যটি চট্টগ্রামের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে।

যাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা প্রিবুকিংয়ের জন্য এ দুটি ব্র্যান্ড শপের যেকোনো একটিতে গেলে সেখানেও প্রিবুকিং করা সম্ভব।

এরই মধ্যে প্রকৃতিবান্ধব এবং ইউজার ইন্টারফেজের গ্যালাক্সি এসথ্রির ডিজাইন বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে। আকর্ষণীয় দুটি রঙের একটি পেবেল ব্লু। অন্যটি মার্বেল হোয়াইট রঙ।

এ স্মার্টফোন আছে ৪.৮ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এ ফোনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফোনটি কানের কাছে ধরা মাত্রই ‘ডাইরেক্ট কল’ এর মতো ইন্টেলিজেন্ট ফিচারের মাধ্যমে এসএমএস, চ্যাট অন, কল লগ কিংবা কন্ট্যাক্ট ডিটেইলে থাকা নম্বরে স্বয়ংক্রিয় কল করা সম্ভব হবে।

এ স্মার্টফোনের আলোচিত বৈশিষ্ট্যের মধ্যে ১.৪ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল স্মার্ট ক্যামেরা, ৪.০ ব্লুটুথ, ডাবল স্পিড ওয়াইফাই, ১৬ গিগাবাইট বিল্ট ইন মেমোরি (৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে) এবং দীর্ঘস্থায়ী ২১০০ এমএএইচ ব্যাটারি। এ মুহূর্তে দেশে গ্যালাক্সি এসথ্রির দাম ৬৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৭২১ ঘণ্টা, জুন ৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।