ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম অবমুক্ত

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম অবমুক্ত

সম্প্রতি মোবাইল ফোনের জন্য অপারেটিং সিস্টেম অবমুক্ত করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ফোন সেভেনে (ডব্লিউপিসেভেন) নতুন এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে বলে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমার জানান।

নতুন এ ফোন এবং অপারেটিং সিস্টেম নিয়ে মাইক্রোসফট অ্যাপল আইফোনের প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, ডব্লিউপিসেভেনে নতুন এ অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে শুধু হটমেইল নয়, সব রকম ইমেইল সুবিধা উপভোগ করা যাবে। সঙ্গে ক্যালেন্ডার, কনটাক্ট এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা তো থাকছেই।

সঙ্গে আরও যুক্ত হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপলিকেশনের মাধ্যমে ডকুমেন্ট পড়া, সম্পাদনা এবং তা বিনিময় করার সুবিধা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মোবাইল ফোনভিত্তিক অপারেটিং সিস্টেম বাণিজ্যে মাইক্রোসফটের বিনিময় মূল্য ক্রমেই কমছে। মাইক্রোসফটের নতুন এ উদ্যোগে তাদের হারানো অবস্থান ফিরিয়ে আনতে পারবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।