ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২ হাজারে এলসিডি টিভিকার্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১২
২ হাজারে এলসিডি টিভিকার্ড

এলসিডি মনিটরের জন্য আইগ্রিন ব্র্যান্ডের অত্যাধুনিক এক্সটারনাল টিভি কার্ড এখন দেশেই পাওয়া যাচ্ছে। এটি পুরোপুরি রিমোট নিয়ন্ত্রিত।



এলটি ৩৭০ মডেলের এ টিভি কার্ডটি অত্যাধুনিক প্রোগ্রেসিভ স্ক্যান প্রযুক্তির। স্বচ্ছ ইমেজ কোয়ালিটি এবং ১৯২০ বাই ১২০০ উচ্চ রেজুলেশনের ফলে হোম থিয়েটারের মজা উপভোগ করা যাবে।

পিকচার-ইন পিকচার (পিআইপি) ফাংশন থাকায় পিসিতে টিভি প্রোগ্রাম উপভোগ করা যায়। শব্দ শোনার জন্য আছে উন্নতমানের বিল্টইন স্পিকার। এ ছাড়া আলাদা স্পিকার ব্যবহারে আছে সংযোগ সুবিধা।

এতে মাল্টিপল এভি ইনপুট ও আউটপুট পোর্ট থাকায় টিভি কার্ডটির সঙ্গে ডিভিডি, ভিসিডি বা এমপিথ্রি প্লেয়ার সংযোগ দিয়ে মুভি বা গান উপভোগ করা সম্ভব। এ মুহূর্তে এক্সটারনাল টিভি কার্ডটির দাম ২ হাজার টাকা। হ্যালো: ০১৮১৭ ১৪৯৩০৫।

বাংলাদেশ সময় ১৯৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।