ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটে এগিয়ে গেল শাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ১৮, ২০১২
ইন্টারনেটে এগিয়ে গেল শাবি

সিলেট: ইন্টারনেট দু‍নিয়ায় আরেক ধাপ এগিয়ে গেলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ডমেইনের অধীনে শিক্ষার্থীরা নিজেদের ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা পাবেন।



১৮ জুন সোমবার শাবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ইমেইল ঠিকানায় পরবর্তীতে শিক্ষার্থীদের একাডেমিক কাজে (পরীক্ষার বিজ্ঞপ্তি ও ফলাফল প্রকাশ) ব্যবহার করা হবে।

এ ছাড়া ২০১৩ সালের পর যখন কেউ অননুমোদিত মাইক্রোসফট প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না তখন এ ঠিকানা ব্যবহার করে শিক্ষার্থীরা মাইক্রোসফটের রেজিস্ট্রাড প্রোডাক্ট বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময় ১১৫০ ঘন্টা, জুন ১৮, ২০১২

এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।